মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

সিদ্ধিরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১৩, আতঙ্কে এলাকাবাসী

অনলাইন ডেস্ক:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাতটি পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন।এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, হীরাঝিল আবাসিক এলাকায় কুকুরগুলো হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে।

ভুক্তভোগী কেউ কেউ রাজধানীর মহাখালীতে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশন নিচ্ছেন।

ভুক্তভোগী আবদুল লতিফের ছেলে বাবলু বলেন, আমার বাবা বাইরে হাঁটতে বের হয়েছিলেন। হঠাৎ কুকুর এসে তার পায়ে কামড় দেয়। ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এদিকে ভুক্তভোগী আল-আমীন বলেন, আমি রাতের বেলা বাসায় যাচ্ছিলাম। তখন পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।

এক চিকিৎসক ফরহাদ হোসাইন বলেন, কুকুরে কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইনজেকশন দিতে হয়। একমাসে মোট পাঁচ ডোজ ইনজেকশন দিতে হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমীন বলেন, ‘আমি সকালে অফিসে গিয়ে বিষয়টি দেখছি।’

বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা

Categories: নারায়ণগঞ্জের খবর

Tags:

Leave A Reply

Your email address will not be published.