বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

বিশ্বে করোনা থেকে সুস্থ প্রায় ৯ কোটি মানুষ

অনলাইন ডেস্ক:- প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে করোনা থেকে সুস্থ মানুষের সংখ্যাও। বিশ্বব্যাপী করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ছাড়িয়েছে। এ সময়ে মারা গেছেন ২৪ লাখ ১১ হাজারের বেশি মানুষ এবং সুস্থ হয়েছেন ৮ কোটি ১৪ লাখের বেশি।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ২২৮ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মারা গেছেন ২৪ লাখ ১১ হাজার ৪৩৬ জন।

ওয়েবসাইটটি বলছে, এখন সারাবিশ্বে আক্রান্ত রোগী রয়েছেন ২ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৬১২ জন। এর মাঝে অন্তত ৯৮ হাজার রোগীর অবস্থা সংকটাপন্ন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রোববার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত বাংলাদেশে মোট ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত করোনায় মোট ৮ হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে টিকাগ্রহণকারী ৯ লাখ ৬ হাজার ৩৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা

Categories: করোনা ভাইরাস

Leave A Reply

Your email address will not be published.