বৃহস্পতিবার ১২ বৈশাখ, ১৪৩১ ২৫ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার

পাকিস্তান-ইন্দোনেশিয়ার ওমরাহ ফ্লাইট আবারো স্থগিত

অনলাইন ডেস্ক:-  করোনাকালীন দীর্ঘ বন্ধের পর সীমিত আকারে আন্তর্জাতিক যাত্রীদের ওমরাহর সুযোগ করে দেয় সৌদি আরব। যেসব দেশ থেকে ওমরাহকারীরা সৌদি আরবে আসছিলেন, সেই দেশগুলোর মধ্যে অন্যতম ছিল ইন্দোনেশিয়া ও পাকিস্তান।

কিন্তু সারাবিশ্বে করোনার নতুন আকার ছড়িয়ে পড়ায় এই দুই দেশের জন্যও ওমরাহ ফের স্থগিত করেছে সৌদি। পরবর্তী ঘোষণা পর্যন্ত এটি কার্যকর থাকবে।

এর আগে করোনার নতুন আকার ছড়িয়ে পড়ায় সৌদি আরব ২০ দেশের সঙ্গে ৩ ফেব্রুয়ারি ২০২১ রাত ৯টা থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত সাময়িকভাবে ফ্লাইট যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

২০ দেশ হলো- আর্জেন্টিনা, আরব আমিরাত, জার্মান, আমেরিকা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, ইউকে, তুরস্ক, সাউথ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ইন্ডিয়া ও জাপান।

এ তালিকায় বাংলাদেশ নেই। বাংলাদেশের সঙ্গে এখনও ফ্লাইট যোগাযোগ চালু রয়েছে। বাংলাদেশের শ্রমিকরা সৌদি আরব আসতে পারছেন, দেশেও যেতে পারছেন। কাজ ও বিজনেস ভিসা ছাড়া অন্য কোনো ভিসা নিয়ে আসতে পারছেন না।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.