শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

নারায়ণগঞ্জে এসেছে করোনার টিকা, টিকা নিতে করতে হবে অনলাইন নিবন্ধন

অনলাইন ডেস্ক:- নারায়ণগঞ্জ জেলার জন্য প্রথম পর্যায়ে করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড এসে পৌঁছেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা থেকে টিকা বহনকারী একটি গাড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।

আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার জন্য প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার ডোজ টিকা পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন বিতরণে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত দুটি সরকারি হাসপাতাল, কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ছাড়াও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান করা হবে। তবে টিকা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অনলাইনে নিবন্ধন করতে হবে বলে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, টিকাগুলো সিটি কর্পোরেশনসহ বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে বিতরণ কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, টিকাগুলো সিটি কর্পোরেশনসহ বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে বিতরণ কার্যক্রম শুরু হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৭৬৭ জন। গত চব্বিশ ঘন্টায় ৪ জনের নমুনা পরীক্ষায় কোভিড পজেটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন কোভিড পজেটিভ ব্যক্তি। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩১ জন রোগী। গত চব্বিশ ঘন্টায় আরও ১৯৭ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা

Categories: করোনা ভাইরাস,নারায়ণগঞ্জের খবর

Tags:

Leave A Reply

Your email address will not be published.