অনলাইন ডেস্ক:- সম্প্রীতির নজির প্রায় প্রায় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।এবার তেমনি আরেকটি দৃশ্যর দেখা মিলল কাশ্মীরে।পুরো শহর বরফের চাদরে ঢাকা।এই দুর্যোগের সময়ে পরপারের যাত্রী হন পন্ডিত ভাস্কর নাথ।ঘটনাটি ঘটেছে গত ২৩ জানুয়ারি কাশ্মিরের জেলায় ঘটে।
একদল মুসলিম ভাস্কর নাথের মরদেহ কাঁধে নিয়ে ১০ কি.মি. হেটে মরদেহ পৌঁছে দেন তার বাড়িতে।এবং সৎকারেও সহায়তা করেন।
পন্ডিত ভাস্কর নাথ শনিবার সকালে শ্রীনগরের এসকেআইএমএস হাসপাতালে মারা যান।মরদেহ নিয়ে বাড়ির পথে রওনা হয় অ্যাম্বুলেন্স চালক।পন্ডিত ভাস্কর নাথের বাড়ি থেকে ১০ কি.মি. দুরেই আটকে যায় অ্যাম্বুলেন্সটি ।
চালক পন্ডিত ভাস্কর নাথের বাড়িতে ফোন করে জানালে প্রতিবেশী মুসলিমরা সহায়তার জন্য এগিয়ে আসেন।
প্রতিবেশি মুসলিমদের এমন সহযোগিতায় মুগ্ধ ভাস্কর নাথের পরিবার। তারা জানিয়েছেন, তাদের মুসলিম প্রতিবেশিরা বরাবরই পাশে থাকেন। দুই ধর্মের মানুষই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দীর্ঘদিন ওই গ্রামে বসবাস করছেন।
বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা