শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

সাহা ফাউন্ডেশন নিয়ে বিস্ময়কর উক্তি

অনলাইন ডেস্ক :বেঁচে থাকার এতো আনন্দ! কভিড-১৯ মৃত্যু পরোয়ানা নিয়ে দরজায় কড়া না নাড়লে বেঁচে থাকার আনন্দ এমন করে বুঝতেই পারতাম না।এখনো বেঁচে আছি,তাই সবকিছুতে আনন্দ গভীরভাবে উপলব্ধি করছি। আপনাদের সাথে দেখা হলো,কথা বলছি। নিজেকে স্পর্শ করে অনুভূতি খুঁজি সত্যি বেঁচে আছি তো?এর চেয়ে বড়ো আনন্দের আর কী আছে!গতকাল কথাগুলো বলছিলেন শ্রী বাবুল সাহা ‘সাহা ফাউন্ডেশনের’ ইসি কমিটির এক ভার্চুয়াল সভায়।শীর্ণকায় ছোটখাটো,সাদামাটা শ্রী বাবুল সাহার চিত্তাকর্ষক কিছু কথা শোনার পর সভার পরিবেশটাই ইউটার্ন নেয়।অসাধারণ যোগ্যতা সম্পন্ন শ্রী বাবুল সাহার গুণ বা যোগ্যতা সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা বা যোগ্যতা কোনটাই আমার নেই। গ্রামীন ব্যংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে ‘গ্রামীন ফিশারিজ এন্ড গ্রামীন লাইভস্টক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আরো যোগ করেন,” অনেক প্রতিষ্ঠানের সঙ্গে আমি সম্পৃক্ত,কিন্তু এতো গুণীজনদের নিয়ে এমন সংগঠন আমার চোখে দেখিনি।”সাহা ফাউন্ডেশন সম্পর্কে শ্রী বাবুল সাহার মূল্যায়ন শুনে সত্যি নিজেকে গর্বিত মনে না করার কোন কারণ নেই। সবশেষে শ্রী বাবুল সাহার মুখে আমার প্রশংসা শোনে লজ্জা পেয়েছি।আমি যা নই তার চেয়ে বেশি বলে আমারদায়িত্বটা বাড়িয়ে দিয়েছেন।এটাই চাণক্যের বৈশিষ্ট্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরশ্রী বাবুল সাহা একজন দার্শনিক,অর্থনীতিবিদ,সমাজবিজ্ঞানী,দক্ষ সংগঠক ও স্পষ্টভাষী।মুখোশ নেই,পুরোটাই আসল।সবাইকে নিয়ে কাজ করার বিরল যোগ্যতা সম্পন্ন এক যাদুকর শ্রী বাবুল সাহা ‘সাহা ফাউন্ডেশনের’ বাতিঘর,অমূল্য সম্পদ।আমি এই মানবিক চাণক্যের দীর্ঘায়ূ কামনা করছি সবশেষে বলবো,”Some are born great, some acquire greatness.”Such a great our Dada Shree Babul Saha

বিষের বাঁশী / ডেস্ক /সুভাষ সাহা

Categories: মিডিয়া

Leave A Reply

Your email address will not be published.