অনলাইন ডেস্ক:- বহুল আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনের সব ধরণের প্রস্তুতি শেষে আজ শুরু হলো নির্বাচন কার্যক্রম।শুরু হলো ভোটগ্রহণ।সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সকাল থেকে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি।সকাল থেকে পুরুষের থেকে নারী ভোটারের সংখ্যা ছিলো বেশ চোখে পড়ার মতো।
এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৩ জন। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫ জন, এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী দাড়িয়েছেন।এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম-এর মাধ্যমে ৯ ওয়ার্ডের নয় কেন্দ্রের ৬১টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।এলাকায় নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৪৯৪ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ৬২১ জন।এই পৌরসভা নির্বাচনে নিয়োগ করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি।দেওয়া হয়েছে ৯ কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট।রয়েছে ২২০ পুলিশ সদস্য।
আরো রয়েছে ১১৭ জন আনসার সদস্য। নির্বাচনে ৯ জন প্রিসাইডিং অফিসার, ৬১ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১২২ জন পোলিং অফিসার দায়িত্বরত অবস্থায় বর্তমানে কেন্দ্রে রয়েছেন।
বিষেরবাঁশী.কম / ডেস্ক/ রূপা