বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

ধর্ষণের শাস্তির মাত্রা কমানো উচিত: শাহদীন মালিক

অনলাইন ডেস্ক:- বাংলাদেশ শিশু অধিকার ফোরাম: ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী প্রতি মাসে গড়ে ৮৪টি শিশু ধর্ষণের শিকার হয়। এছাড়া এক বছরে যৌন নির্যাতন বেড়েছে ৭০ শতাংশ।বাংলাদেশে দিনদিন বেড়েই চলছে ধর্ষণ। শাস্তি বাড়লেও কমছে না ধর্ষণ-নির্যাতন ।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও ধর্ষণ কমছে না। দেশের আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক জানান, ‘সমাজে ক্ষমতার ভারসাম্যহীনতা ধর্ষণ বেড়ে যাওয়ার প্রধান কারণ। ধর্ষণের শাস্তির পরিমাণ কমানো হলে বেশি অপরাধী শাস্তি পাবে বলেও মনে করেন তিনি।শাস্তির ভয়ে যদি লোকে অপরাধ থেকে বিরত থাকত, তাহলে তো দুনিয়ার সব দেশেই শাস্তি বাড়িয়ে দিলে সব অপরাধ চলে যেত।’

কঠোর শাস্তির বিধান অপরাধ কমায়, এমন কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে জানান ড. শাহদীন মালিক৷

তিনি আরও জানান, গত ১০০ বছরে যত গবেষণা হয়েছে তাতে দেখা গেছে শাস্তি বাড়ালে যে অপরাধ কমে এই ধারণার কোনো যৌক্তিক ভিত্তি নেই৷ দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সময় অপরাধের শাস্তি অনেক বাড়ানো হয়েছে৷

বিষেরবাঁশী.কম / ডেস্ক/ রূপা

Categories: আইন-আদালত

Leave A Reply

Your email address will not be published.