মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

ফেব্রুয়ারিতে হচ্ছেনা অমর একুশে গ্রন্থমেলা

অনলাইন ডেস্ক:- নিয়ম অনুযায়ী প্রতি বছর ১লা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হলেও এবার আর সেটি হচ্ছে না।

মহামারী করোনাভাইরাসের জন্য ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। আর এমন মহামারীরে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন করা সম্ভব নয়। আমরা আপাতত মেলা স্থগিত ঘোষণা করছি। কবে আবার বইমেলা হবে,আদৌও হবে কিনা সেটা নির্ভর করছে সম্পূর্ণ করোনা পরিস্থিতির ওপর।

এদিকে প্রকাশকরা ১ মার্চ থেকে বইমেলা করার প্রস্তাব দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনা সাড়া পাওয়া যায়নি।

প্রতি বছর ১লা ফেব্রুয়ারি থেকে লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না।

বিষেরবাঁশী.কম / ডেস্ক / রূপা

Categories: বিনোদন,শীর্ষ সংবাদ,সাহিত্য

Leave A Reply

Your email address will not be published.