শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

অবকাশ শেষে খুলেছে নিম্ন আদালত

অনলাইন ডেস্ক:-১৫ দিন বাৎসরিক অবকাশ শেষে খুলেছে সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

রোববার (৩ জানুয়ারি) সকাল থেকে এসব আদালতের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত  অবকাশ চলে। অবকাশকালীন সময়ে ওই সব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ ছিল। তবে এই ছুটির আওতাবহির্ভূত ছিল সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতসমূহ।

প্রসঙ্গত, প্রতিবছর ডিসেম্বর মাসজুড়ে নিম্ম আদালতে অবকাশকালীন ছুটির প্রচলন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে চলতি বছর ছুটির মেয়াদ কমিয়ে দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: আইন-আদালত

Leave A Reply

Your email address will not be published.