অনলাইন ডেস্ক:মাগুরায় শিশু শিক্ষার্থীর অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। করোনা মহামারির মধ্যে শিশুদের অংশগ্রহণ নিরুৎসাহিত করে আজ শুক্রবার (১ জানুয়ারি) সকালে অভিভাবকদের মধ্যে বই বিতরণ করা হয়।
প্রায় ৯ মাস স্কুল বন্ধ থাকার মধ্যে বছরের প্রথম দিনে জেলার প্রায় এক হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দুই শতাধিক মাদ্রাসা থেকে অভিভাবকরা বই সংগ্রহ করেন। বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে খুশি তারা।
এ সময় স্বল্প সংখ্যক শিশুকে স্কুলে আসতে দেখা গেছে। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা।
মাগুরা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে আসা অভিভাবক মৌসুমী বেগম, লতা বিশ্বাসসহ কয়েকজন জানান, মহামারির মধ্যেও বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে ভালো লাগছে তাদের।
মাগুরা জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে সব স্কুলে বই পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শিশুদের স্কুলে আসতে নিরুৎসাহিত করে অভিভাবদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও শিশুরা বই হাতে পেয়ে আনন্দ অনুভব করছে।
বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা