শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

মাতারবাড়ি সমুদ্রবন্দরে ভিড়েছে প্রথম জাহাজ

অনলাইন ডেস্ক :- প্রথম জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’ ভিড়েছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর কক্সবাজারের মহেশখালীতে ট্রায়াল হিসেবে।

জাহাজটি মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বন্দরের জেটিতে ভিড়ে। গত ২২ ডিসেম্বর রওনা দেয় ইন্দোনেশিয়ার ‘পেলাভুবন সিলেগন’ বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ির উদ্দেশে জাহাজটি।

বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হাকিম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের অধীনে পরিচালিত হচ্ছে জাহাজটি আজ ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে আসে । পরে চট্টগ্রাম বন্দরের নিজস্ব দুই সিনিয়র পাইলটের নেতৃত্বে শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারি-৮’ এর সাহায্যে জাহাজটিকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে ভেড়ানো হয়।জাহাজটিতে করে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসা হয়। 

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সময় ধরা হয়েছে।

বিষেরবাঁশী.কম /ডেস্ক / ঝিনুক

Categories: অর্থনীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.