বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

ঢাকা সফরের প্রত্যাশায় রয়েছি -নরেন্দ্র মোদী

অনলাইন ডেস্ক:- গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত হয় এক ভার্চ্যুয়ালি বৈঠক।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হওয়া সেই ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনকে ঘিরে  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন বাংলায়।

টুইটারে তিনি লিখেছেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজকের ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলন চলাকালে বাংলাদেশের সঙ্গে আমাদের বৈচিত্র্যপূর্ণ সম্পর্ক পর্যালোচনা করতে পেরে আমি সত্যিই বেশ সম্মানিত।

আমরা একটি ডাকটিকিট বঙ্গবন্ধুর সম্মানে উন্মোচন করেছি এবং উদ্বোধন করেছি বঙ্গবন্ধু-বাপু জাদুঘর ও চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগও।

‘পরের বছর, ভারত ও বাংলাদেশ যৌথভাবে উদযাপন করবো মুজিববর্ষ এবং আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বছর।

একই সাথে আমি ঢাকা সফরের প্রত্যাশায় রয়েছি বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে শ্রদ্ধা জানাতে।’

দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসেন বেলা সাড়ে ১১ টায়। দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এক ঘণ্টা ১৫ মিনিটের ঐ বৈঠকে। সেই সাথে বৈঠকে উঠে আসেন মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের বীর যুদ্ধাদের অনেক স্মৃতিও।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/রূপা

Categories: আন্তর্জাতিক,রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.