শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

করোনার টিকা আগে মার্কিনিদের দিতে হবে:ট্রাম্প

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন করোনার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারকে সবার আগে নিজ দেশের মানুষকে তা সরবরাহ করার।হোয়াইট হাউসে মঙ্গলবার তিনি তার প্রশাসনের কর্মকর্তাদের এ নির্দেশ দেন।

তার এ নির্দেশ অমান্য করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি আগে মার্কিনিদের চাহিদা মিটিয়ে তার পর এ টিকা অন্য দেশে সরবরাহ করার নির্দেশ দেন।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) শিগগিরই ফাইজারের করোনা ভ্যাকসিনের অনুমোদন দেবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্য সর্ব প্রথম মার্কিন এ প্রতিষ্ঠানটির টিকার অনুমোদন দেয়।

বিষেরবাঁশী.কম /ডেস্ক /ঝিনুক

Categories: আন্তর্জাতিক,করোনা ভাইরাস

Leave A Reply

Your email address will not be published.