শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

‘যত দ্রুত শুনানি করবেন ততই সরকারের জন্য মঙ্গল’

বিষেরবাঁশী ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে বলেছেন, মোবাইল কোর্ট সংক্রান্ত মামলাটি যত দ্রুত শুনানি করবেন ততই আপনার সরকারের জন্য মঙ্গলজনক হবে। আমরা আইন মোতাবেক বিচার করব। আইন বহির্ভূত কিছু করা হবে না।

মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির প্রস্তুতির জন্য আবারো সময় চাইলে আজ বুধবার এসব কথা বলেন তিনি।

আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বসে। এ সময় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম আট সপ্তাহের সময় আবেদন দাখিল করেন।

প্রধান বিচারপতি বলেন, কেন সময় চাচ্ছেন? অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল শুনানির প্রস্তুতির জন্য সময় দরকার।

প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে বলেন, মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত আইনটি ফোজধারী কার্যবিধির অনেকগুলো ধারার সঙ্গে সাংঘর্ষিক।

এরপর আদালত ১০ অক্টোবর পর্যন্ত আপিলের শুনানি মুলতবি করে। একই সঙ্গে মোবাইল কোর্ট অবৈধ সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর দেয়া স্থগিতাদেশের মেয়াদও ওই সময় পর্যন্ত বৃদ্ধি করে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আইন-আদালত

Leave A Reply

Your email address will not be published.