শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

বিচারপতি হিসেবে ব্যারেটের অনুমোদন একটি গুরুত্বপূর্ণ দিন : ট্রাম্প

অনলাইন ডেস্ক:-সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে অ্যামি কোনি ব্যারেটের অনুমোদনকে ‘আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র আট দিন আগে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হোয়াইট হাউসের সাউথ লনে সমবেত হওয়া আইনজীবী ও অন্যদের সামনে ট্রাম্প বলেন, ‘আমেরিকা, যুক্তরাষ্ট্রের সংবিধান এবং ন্যায্য ও নিরপেক্ষ আইনের শাসনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এসময় ব্যারেট ট্রাম্পের পাশেই ছিলেন।’

সুপ্রিম কোর্টের বিচারপতি ক্লারেন্স থমাস সাংবিধানিক শপথ বাক্য পাঠ করানোর পর পরই ৪৮ বছর বয়সী রক্ষণশীল ব্যারেট বলেন, ‘আমি আজ এখানে দাঁড়াতে পেরে প্রকৃতপক্ষে সম্মানিত বোধ করছি।’

মার্কিন সিনেট সোমবার সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে রক্ষণশীল আইনজীবী অ্যামি কোনি ব্যারেটকে অনুমোদন দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রের নির্বাচনের মাত্র আট দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক যুগান্তকারি ও বিতর্কিত জয় হলো।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/আয়েশা

Categories: আন্তর্জাতিক,শীর্ষ সংবাদ

Leave A Reply

Your email address will not be published.