শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

সরকারিভাবে আইয়ুব বাচ্চুর গান সংরক্ষণ করার উদ্যোগ

অনলাইন ডেস্ক:-২০১৮ সালের আজকের দিনে মারা যান দেশের কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে বাংলাদেশ কপিরাইট অফিসের পক্ষ থেকে এলো একটি সুসংবাদ। প্রথমবারের মতো কোনো শিল্পীর গান সংরক্ষণ করতে সরকারিভাবে আর্কাইভ গড়ে তোলা হচ্ছে। থাকছে ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল।কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী আইয়ুব বাচ্চুর গান সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,‘ ২০১৭ সালের অনলাইন কপিরাইট রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন হয়। তখন অনলাইন কপিরাইট করার জন্য প্রথম আবেদন করেন আইয়ুব বাচ্চু। তিনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। তখনই তিনি গান সংরক্ষণের প্রসঙ্গটি তোলেন। এরপর আকস্মিকভাবে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।’

তিনি আরো জানান,‘ অনলাইনের প্রথম আবেদনকারী হিসেবে আমরা তার গান নিয়ে ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল তৈরি করলাম। ভবিষ্যতে এমন আরও কাজ হবে। শুরুটা আইয়ুব বাচ্চুকে দিয়েই হচ্ছে।’

বিষেরবাঁশী.কম/ডেস্ক/রূপা

Categories: চিত্র-বিচিত্র,শীর্ষ সংবাদ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.