মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

মাত্র ১০ টাকায় পূজোর নতুন পোশাক বিতরণ বিদ্যানন্দ ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক : বিকেল তখন সাড়ে তিনটা | বাঁশের   অস্থায়ী প্যান্ডেলের বাইরে তখনও লম্বা লাইন | উপরে টানানো ১০টাকার পূজোর বাজার লিখা একটি ব্যানার | স্বাস্থ্যবিধি মেনে সকলের পছন্দ অনুযায়ী মাত্র দশ টাকার বিনিময়ে পোশাক ও উপহার দিতে ব্যস্ত সেচ্ছাসেবক কর্মীরা | সকলের গায়ে ঘাম আর চোখে ক্লান্তি থাকলেও ঠোঁটে লেগে আছে বিজয়ের হাসি |

  
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে গত ১৬অক্টোবর ২০২০(বৃহস্পতিবার) সকাল ১০টায় শুরু হওয়া বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘দশ টাকার পূজোর বাজার ‘ কার্যক্রম শেষ হয় গতকাল (শুক্রবার) বিকাল ৪:৩০ মিনিটে |পূজোর বাজার প্রকল্প বলা হলেও ধর্ম-বর্ণ সকল নিম্নবিত্ত ও অসহায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য পোশাক রয়েছে | ১০টাকা পরিশোধ সবাই পাচ্ছিল তাদের পছন্দসই পোশাক | শাড়ি ,লুঙ্গি,ছোটদের পোশাকের পাশাপাশি মেয়েদের সাজার সামগ্রী(কসমেটিক্স) ও শিশুদের খেলনা সামগ্রীও ছিলো এই আয়োজনে | মেয়ে আর স্বামীর জন্য পূজোর পোশাক কিনতে আসা রমা রানী দাস জানান , করোনায় টাকা-পয়সার সংকটে পূজায় শাড়ি কিনতে পারতাম কি পারতাম না এটা নিয়া চিন্তায় ছিলাম , মায়ের আশির্বাদে পুরো পরিবারের জন্য নতুন কাপড় নিলাম মাত্র ৫০টাকায় |আয়োজন সম্পর্কে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক সাগর সাহা নিউজ বিষেরবাঁশী.কমকে বলেন ,বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময়ই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে ,আর সেই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজন দশ টাকার পূজোর বাজার |বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের জন্য শুধু মানুষ ক্ষতিগ্রস্থ হয় নি ,ক্ষতিগ্রস্থ হয়েছে মানুষের আয়ও |তো সেই থেকে আমাদের উদ্দ্যোগ ,আমরা ১টাকার ইদের বাজারের আয়োজন করেছিলাম |সেই ধারাবাহিকতা থেকেই আমাদের এবারের ১০ টাকার পূজোর বাজার |উৎসব আসলেই শিশুদের মধ্যে শপিং করার আমেজ তৈরি হয় কিন্তু বাংলাদেশে বর্তমানে করোনা ভাইরাসের কারনে অনেকেরই আয়-ব্যয় ক্ষতিগ্রস্থ হয়েছে ,আর সেই ধারাবাহিকতা থেকেই আমাদের এই প্রজেক্ট এই মোটিভ |উল্লেখ যে,বিদ্যানন্দ ফাউন্ডেশনের সবচেয়ে সফল প্রজেক্ট হলো ১টাকার আহার |এছাড়াও ১টাকার চিকিৎসা,৫টাকার আহার , নারীদের জন্য ৭১ টাকায় ক্যাপসুল হোটেল (বাসন্তী নিবাস) এবং এখন পর্যন্ত ৬টি অনাথালয় চালাচ্ছে এ ফাউন্ডেশন | 

বিষেরবাঁশী.কম /ডেস্ক/সুস্মিতা পাল সেতু 

Categories: blog,খোলা বাতায়ন,চিত্র-বিচিত্র,ছবিঘর,নারায়ণগঞ্জের খবর,বিনোদন,মিডিয়া,সাহিত্য

Leave A Reply

Your email address will not be published.