মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

বন্ধ হলো ইলিশ ধরা

অনলাইন ডেস্ক:- মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য টানা ২২ দিন চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার থেকে মা ইলিশ রক্ষায় শুরু হয়েছে সরকারি অভিযান।

আর এই অভিযান তদারকি করতে চাঁদপুরে যাবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং নৌ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আতিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাইমচর উপজেলার নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ‘আজ আমরা ভোর থেকে মেঘনা নদীর বিভিন্নস্থান ঘুরে দেখেছি। কিন্তু কোথাও কোনো জেলেকে নদীতে দেখিনি। পুরো নদী ছিল ফাঁকা।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান,‘ এ বছর চাঁদপুরের ৫১ হাজার জেলের মধ্যে ৫০ হাজার জেলেকে ২২ দিনের নিষেধাজ্ঞার জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।’

তবে চাঁদপুরের বেশ কয়েকজন জেলের অভিযোগ, প্রতি বছর এই সময় মতলবের একদল জেলে নদীতে দিন-রাত কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে থাকেন। তাদের ধরতে প্রশাসন ব্যর্থ হয়।

বিষেরবাঁশী.কম/ ডেস্ক/রূপা

Categories: শীর্ষ সংবাদ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.