বৃহস্পতিবার ৫ বৈশাখ, ১৪৩১ ১৮ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার

বানের পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

অনলাইন ডেস্ক:- রংপুরের তারাগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিতে প্রায় ১০ হাজার কৃষক নিঃস্ব হয়েছেন।দুই দফা বন্যায় ফসল হারিয়ে কৃষক দিশাহারা হয়ে পড়েছেন।একদিনের রেকর্ড এটি। তাই অনেক কৃষক ছুটছেন দাদন ব্যবসায়ীদের কাছে।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, উপজেলায় বন্যায় ক্ষতি হয়েছে ১ হাজার হেক্টর ধানের ফসলি জমির। আর প্রায় ৫০০ হেক্টর জমির সবজি ক্ষেত।

কয়েক দিন পরই সোনালি ধানের নতুন স্বপ্ন ধরা দিত কৃষকের কাছে। কিন্তু সবই কেড়ে নিয়েছে বানের পানি; সেই সঙ্গে ডুবেছে কৃষকের স্বপ্নও। আগামী দিনে কীভাবে চলবে সংসার, কীভাবে উঠবে ধান চাষের খরচ, সেই বিরম্বনায় কৃষকদের।

উপজেলা উপসহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা বিশ্বনাথ সরকার বলেন, বন্যার পর থেকেই আমাদের ইউনিয়নের দায়িত্বরত কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করছেন। তবে এখনও পুরোপুরি তালিকা করা শেষ হয়নি।

এ ব্যাপরে উপজেলার কৃষিবিদ উর্মি তাবাসসুম জানান, আসলে এমন সময় বন্যাটি হয়েছে, যে সময় আমন ধানের ক্ষতি পুষিয়ে নেয়া কৃষকদের পক্ষে সম্ভব নয়।তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত চলমান রয়েছে, তাদের সরকারিভাবে প্রণোদনা দেয়া হবে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/রূপা

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.