বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র আইভী

অনলাইন ডেস্ক:- ৫ অক্টোবর সোমবার বিকেলে শহরের তল্লায় গঞ্জে আলী খালের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর মেয়র ড.সেলিনা হায়াৎ আইভি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাসেমসহ স্থানীয় গণমান্য অনেকেই উপস্থিত ছিলেন।

সেলিনা হায়াৎ আইভী তার বক্তৃতায় বলেন, ‘শুধু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নয়, দেশের সব সিটি করপোরেশনের অধীনে পুলিশ দেওয়া হোক। আমরা তাদের বেতন দেব। তারা আমাদের অধীনে কাজ করবে। অন্তত ২০০ না হোক, ১০০ পুলিশ দেওয়া হোক। তাদের বেতনের ব্যবস্থা আমরা করব। আমরা তাদের যেভাবে বলব, তারা সেভাবে আমাদের সহযোগিতা করবে। নারায়ণগঞ্জ শহরের কোনো মা-বাপ নেই। শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্ট্যান্ড রয়েছে। নারায়ণগঞ্জ শহর বাস ও ট্রাকের নগরীতে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু সড়কের দুপাশে মানুষের হাঁটার অধিকার কেড়ে নিয়ে হকাররা বসেছেন। অবৈধভাবে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড বসেছে। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নেই, পুলিশ নেই। আমরা রাস্তায় বের হতে গেলে মার খেতে হয়। আমাদের সীমাবদ্ধতা আছে। এভাবে তো চলতে পারে না। এগুলো দেখার দায়িত্ব ট্রাফিক পুলিশের। এগুলোর লাইসেন্স তো সিটি করপোরেশন দেয় না। হকার ইস্যুতে মার খেয়েছি, মৃত্যু হতে পারত। তবে সবার সহযোগিতায় গঞ্জে আলী খাল উদ্ধার করা হয়েছে। গাছ লাগানো হয়েছে। প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। সবাইকে গাছগুলো দেখে রাখা এবং যত্ন নেওয়ার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী দেশের সব সিটি করপোরেশনের অধীনে পুলিশ দেওয়ার দাবি জানিয়েছেন।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/রূপা

Categories: নারায়ণগঞ্জের খবর,শীর্ষ সংবাদ

Leave A Reply

Your email address will not be published.