শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

বৃষ্টিতে ভেসে গেলো ৫৬ কোটি টাকার মাছ

অনলাইন ডেস্ক:– মাএ একরাতের প্রবল বৃষ্টিতে রংপুরে ৫৬ কোটি টাকার মাছ ভেসে গেছে। আকস্মিক এই দুর্যোগের আঘাতে পুঁজি হারিয়ে দিশেহারা মৎস্যচাষিরা। অন্যদিকে হেক্টরের পর হেক্টর আমন ক্ষেত তলিয়ে ভয়াবহ ক্ষতির মুখে কৃষকেরাও।

রংপুর নগরীর বোতলা এলাকায় শনিবার একরাতের বর্ষণে এক সাথে ভেসে যায় বেশ কয়েকটি মাছের খামার। মাছ রক্ষার কোন সুযোগই পাননি তারা। এভাবে জেলার ৭ হাজার ৫৫৩ টি পুকুর থেকে ৩ হাজার ২২৭ মেট্রিক টন মাছ ভেসে গেছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সরওয়ারুল হক জানান, দ্রুত পানি সরে গেলে কৃষক ক্ষতির মুখ থেকে অনেকটা রেহাই পাবে।

প্রসঙ্গত, জেলায় এবার ১ লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। তার মধ্যে সিটি কর্পোরেশনে দেড় হাজার হেক্টরসহ আর জেলায় প্রায় ১৭ হাজার হেক্টর আমন ক্ষেত নিমজ্জিত। আর ৬ হাজার ২০০ হেক্টর শাক-সবজির মধ্যে ১৪০০ হেক্টর জমির শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষেরবাশিঁ.কম/ডেস্ক/রূপা

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.