শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

শুভ মহালয়া আজ

অনলাইন ডেস্ক:- সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন আজ। আজ শুভ মহালয়া। পুরাণমতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এই দিন থেকেই শুরু দেবীপক্ষের।

পুরাণমতে, মহালয়ার দিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। তবে এবার আশ্বিন মল মাস হওয়ার কারণে দূর্গাপুজা শুরু হবে প্রায় এক মাস পর ২১ অক্টোবর থেকে, এ দিন পঞ্চমী। ২৬ অক্টোবর মহাদশমী।

শাস্ত্রমতে, ২০২০ সালে মা দুর্গার আগমন হবে দোলায়। দোলায় চড়ে বাপের বাড়ির উদ্দেশে স্বামীর ঘর থেকে রওয়ানা দেবেন তিনি। বিশেষজ্ঞদের মতে, দোলায় আগমনের অর্থ ‘মড়ক’। ফলে পূজা বা তার পরবর্তী সময়েও মহামারি পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মায়ের গমন এবার ‘গজে’। অর্থাৎ,হাতিতে চড়ে মা বাপের ঘর ছেড়ে পাড়ি দেবেন স্বর্গে। গজে চড়ে গমনের ফল শুভ হয়।

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার এই সূচনার দিনটি সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপন হবে। ভোর ৫টা ৩০ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।

বিষেরবাশিঁ.কম/ডেস্ক/রূপা

Categories: সাহিত্য

Leave A Reply

Your email address will not be published.