সুভাষ সাহা: আজ ২০ জুন সকালে না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। শেষ দেখা হয়েছিল গত বছরের ১৭ জানুয়ারী পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে অনুষ্ঠিত ষাটের দশকের অগ্নিঝরাদিনগুলোর সহযোদ্ধাদের সাথে বিরল এক আড্ডায়।
সাংস্কৃতিক আন্দোলনের লড়াকু সৈনিক,কলাম লেখক,বর্ষীয়ান সাংবাদিক ও অভিভাবক সজ্জন ব্যক্তিত্ব কামাল লোহানী সকাল দশটার দিকে বেসরকারি একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। আশ্চার্য্যের বিষয় আজ ২০ জানুয়ারি আজ শনিবার দেশের এই কৃতী সন্তানের ৮৬তম জন্মদিন। জন্মদিনে তাঁর প্রাণ কেড়ে নিলো কোভিড-১৯ করোনা। সকালেও অনেকের খোঁজ খবর নিয়েছেন তিনি। বয়স তাঁকে কাবু করতে পারেনি। মনোবল ছিল আকাশছোঁয়া। আজো অনর্গল কথা বলেছেন,স্মৃতিশক্তি টনটনে। প্রতিটি সামাজিক আন্দোলনে কামাল লোহানী ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর ও প্রথম সারির যোদ্ধা।
বিজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন
সুঠাম দেহের অধিকারী কামাল লোহানী সামাজিক ও সাংস্কৃতিক যেকোন অনুষ্ঠানে আয়োজনের আমন্ত্রণে ছুঁটে যেতেন। গত বছরের ১৭ জুন কামাল লোহানী পুরান ঢাকার বংশালে বিউটি বোর্ডিংয়ে ষাটের দশকের বন্ধুদের এক প্রাণবন্ত আড্ডায় সামিল হয়েছিলেন। হারানো দিনের শতাধিক বন্ধুর সাথে খোশগল্পে কাটিয়েছেন। বাস্তবতা হচ্ছে আগামী বছর এই আড্ডায় থাকবেননা কামাল লোহানী। ইতোপূর্বে সতীর্থ আরো অনেকেই পরপারে চলে গিয়েছেন। ছোট হয়ে আসছে পৃথিবী।
শিরোনামহীন এক অনুষ্ঠান। বয়সের ভারে ন্যুজ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল লোহানীসহ কয়েকজনের উপস্থিতি সবাইকে আপ্লূত করে। মহতী এ মিলনমেলায় উপস্থিত হয়েছিলেন-মুক্তিযোদ্ধা ও সাবেক এ আইজি মালিক খসরু, ফিরোজ রশিদ এমপি, মোস্তফা মহসিন মন্টু, শিল্পমন্ত্রী এ্যাড, নুরুল মজিদ হুমায়ুন এমপি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড.সালেউদ্দন আহমেদ, ফকির আলমগীর, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য প্রেস সচিব আবুল কালাম আজাদ, খালেদ মুহাম্মদ আলী, মোজাফফর হোসেন পল্টু, এমএ জলিল, নায়ক ফারুক পাঠান এমপি, নজরুল ইসলাম, এবিএম নুরুল ইসলাম নুরা, কামরুল হাসান কামাল, আনিসুর রহমান, এনামুল হক, মুকুল ইলাহি, এসএম আনসারি। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর আঃহান্নান, ফয়েজার মোহাম্মদ জোবায়ের, ড.কাজী মেসবাহউদ্দিন, নাসের বক্তিয়ার(অগ্রণী ব্যাংকের সাবেক এমডি), মুকুল চৌধুরী, নুরুল আমিন নুরা, আসফাকুজ্জামান মিনু, খোরশেদ আলম চঞ্চল, এ এম বাবর, ড.সাহেদ হাসান প্রমুখ।
বিষেরবাশিঁ.কম/ডেস্ক/মৌ দাস