শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

গাড়িতে এয়ার ফ্রেশনার স্প্রে : সিগারেট ধরাতেই বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের হ্যালিফ্যাক্স এলাকায় গাড়ির মধ্যে এয়ার ফ্রেশনার স্প্রে করার পরপরই সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়েছেন এক যুবক। প্রাণে বেঁচে গেলেও এ ঘটনায় চালকসহ ওই যুবক আহত হয়েছেন। বিবিসি জানায়, চলতি সপ্তাহের গত শনিবার যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের হ্যালিফ্যাক্স এলাকার ব্যস্ত রাস্তায় এ ঘটনা ঘটে। খবরে বলা হয়, গাড়ির মধ্যে থাকা যুবকটি গাড়ির ভেতর এয়ার ফ্রেশনার স্প্রে করেন। এর কিছুক্ষণ পরেই নেশা চেপে বসায় ধরান সিগারেট। কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে প্রবল বিস্ফোরণ হয়। তাতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। কোনো রকমে চালক গাড়ি থেকে নামতে পারেন। ফলে প্রাণে বেঁচে যান তিনি। ওই যুবকের ভাগ্য ভালো যে তিনি গাড়ি চালাচ্ছিলেন না। পুলিশের তদন্তে জানা গেছে, গাড়িতে সিগারেট খাওয়ার আগে অতিরিক্ত পরিমাণে এয়ার ফ্রেশনার স্প্রে করার কারণেই এই বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাঙা গাড়ির ছবি ছড়িয়ে পড়েছে। পুলিশ বলেছে, গত শনিবারের এ ঘটনা আরও ভয়াবহ হতে পারত। পুলিশ সবাইকে নিরাপত্তাব্যবস্থার তথ্য মেনে চলার পরামর্শ দিয়েছে। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.