শনিবার ৮ আশ্বিন, ১৪৩০ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ শনিবার

সৌম্যর হাফ সেঞ্চুরিতে ফাইনালে খেলার সম্ভাবনা বাংলাদেশের

অনলাইন ডেস্ক: এসিসি ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে জিতে ফাইনাল খেলতে হলে বাংলাদেশকে করতে হবে ২২৯ রান। মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা অনেকটা সাদামাটা হয়। মোহাম্মদ নাঈম দলীয় ২৬ রান করেই সাজঘরে ফিরে যায়। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান ২১ বলে ১৭ রান করে। এরপর সৌম্য সরকারের সঙ্গী হিসাবে অধিনায়ক নাজমুল হাসান শান্ত ক্রিজে আসেন। এই দুই ব্যাটসম্যান আফগানিস্তানের বোলারদের উপর চড়াও হয়ে খেলছেন। ইতিমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে ওপেনার সৌম্য সরকার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ মোট ১ উইকেটে ১১৮ রান। সৌম্য সরকার ৫২ আর নাজমুল হাসান শান্ত ৪২ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ- ১১৮/১ (২০ ওভার) আফগানিস্তান- ২২৮/৯ (৫০ ওভার) বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: খেলাধূলা

1 Comment

Leave A Reply

Your email address will not be published.