বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গার ৩ সীমান্তে ২৯ লক্ষাধিক টাকার মালামাল আটক

Chuadanga_BGB_Malamal_Atok_14.06_.17_(1)_

     চুয়াডাঙ্গা জেলার পৃথক তিনটি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামালসহ একটি মাইক্রোবাস আটক করেছে বিজিবি। আটক করা মালামালের মূল্য ২৯ লাখ ৩৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বুধবার ভোররাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রাশিদুল আলম জানান, বুধবার সকালে জীবননগরের সেনেরহুদা গ্রাম থেকে ভারতীয় ১১৬টি শাড়ি, ৩২টি থ্রি-পিচ ও ৭০০ টি ইমিটেশনের মালাসহ একটি মাইক্রোবাস আটক করা হয়। এর আগে ভোররাতে দামুড়হুদার নাস্তিপুর গ্রাম থেকে ৩১০ বোতল ফেনসিডিল এবং কার্পাসডাঙ্গা গ্রাম থেকে ৮০০ কেজি বিটলবণ ও ১টি আলমসাধু (ভটভটি) আটক করা হয়। এসব মালামাল গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়। আটক করা মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.