শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মেয়র আইভীকে চেনেন না

অনলাইন ডেস্ক (সুভাষ সাহা): একজন পথচারীর এই উক্তি শুনে থমকে দাঁড়ালাম। চোখ রীতিমতো ছানাবড়া। কী বললেন ভাই? একথা কী বিশ্বাসযোগ্য? লোকটি তাঁর কথায় অনড়। চিনলে শেখ রাসেল পার্কের রূপকার মেয়র আইভীর সৃষ্টির প্রশংসা করতেন। মাদকের আখড়াকে ফুলের বাগানে রূপান্তরের প্রশংসার পরিবর্তে তিরস্কার করে গেলেন? তারপরও বিশ্বাস করতে হবে তিনি জনন্দিত মেয়রকে চেনেন? একজন ‘ফুলমিনিস্টার’ হাফ মিনিস্টার ডা.সেলিনা হায়াৎ আইভীর সুকর্মের মূল্যায়ন না করে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে আগুন জ্বালিয়ে গেলেন।
মেয়র আইভী খারাপ কী করেছেন? মেয়র আইভী গত ১৫ বছরে একটি খারাপ কাজ করেছেন? দুর্নীতি করেছেন? জনগণের স্বার্থবিরোধী একটা কাজ করেছেন? প্রমান দিন। মেয়র আইভীর জনবিরোধী কাজের সমালোচনা করুন,নারায়ণগঞ্জবাসী মাথা পেতে নেবেন। মেয়র আইভীকে ফুলমন্ত্রীর কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয়া হাস্যকর। মেয়র আইভী বাংলাদেশে ৬৪ পিস থাকলে ৬৪ জেলার চেহারা শেখ রাসেল পার্কের মতো স্বর্গপুরি হতো। দুর্ভাগ্য নারায়ণগঞ্জবাসীর,কতিপয় স্থানীয় রাজনৈতিক নেতার সামনে দাঁড়িয়ে ফুলমন্ত্রী মেয়র আইভীর সৃষ্টি নিয়ে দুঃখজনক উক্তি করতে পারলেন! নেতারা চুপ মেরে ছিলেন! ব্যক্তি আইভীর পক্ষে না হয় বলেন নি,জনগণের আকাঙ্ক্ষার পক্ষে একটি কথাও বলতে পারলেন না? আপনারা কার জন্য রাজনীতি করছেন প্রশ্ন থেকেই গেল???? শেখ রাসেল পার্কের জায়গা রেলওয়ে মাথায় করে নিয়ে যাবে তা কিন্তু হবে না–মেয়র আইভী।। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: খোলা বাতায়ন,নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.