শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

নির্বাচনে পরাজয়ে মৌসুমী-ওমর সানি যা বললেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার ছিল চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে আমেজ। মৌসুমী জিতলেই তৈরী হতো নতুন ইতিহাস। এবারেই প্রথমবার সমিতি কোনো নারী নেতৃত্ব পেতো। প্রচার প্রচারণা এবং অভিনয় শিল্পীদের সমর্থনও ছিলো মৌসুমীর প্রতি। সম্ভাবনা জাগিয়েও ভোট যুদ্ধে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হলো ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির এই নায়িকাকে। শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণা পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৌসুমী বলেন, আমি শিল্পীদের যে ভালোবাসা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। শিল্পীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। মৌসুসীর স্বামী নায়ক ওমর সানি বলেন, ফলাফল যা হয়েছে তা আমাদের আগে থেকেই জানা। আমি যখন বিগত সময় নির্বাচন করছি আমার সাথেও এমন হয়েছিল। এর বেশি কিছু এখন বলার নেই। ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে বলেন, জয় পরাজয় পরের বিষয়, শিল্পী সমিতির ইতিহাসে এই প্রথম কোনো অভিনেত্রী সভাপতি পদে অংশ নিলেন, এটাই অনেক বড় ব্যাপার। এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশা বলেন, শিল্পী সমিতির ইতিহাসে এই প্রথম এ টু জেড একটি পূর্ণাঙ্গ প্যানেলের সবাই পাশ করলেন। এজন্য সমস্ত শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস

Categories: চিত্র-বিচিত্র,বিনোদন

Leave A Reply

Your email address will not be published.