শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার একজন পুলিশ সুপার হারুন অর রশিদের ছোট গল্প

অনলাইন ডেস্ক (সুভাষ সাহা): ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমান করেছেন,সেবার জন্য একমাত্র শারিরীক উচ্চতাই মূখ্য নয় ! উচ্চতায় ছোটখাটো,চলনবলনে দুরন্তপনা,এলোমেলো চুল,কঠিন কথা নিচুস্বরে সহজ করে বলা তাঁর বৈশিষ্ট্য। তিনি হলেন নব্য রবিনহুড খ্যাত পুলিশ সুপার হারুন অর রশিদ। সাধারণ জনবান্ধন পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই অসাধারণ প্রশংসা কুড়িয়েছেন। মহারথীদের ভীত কাঁপিয়ে দিয়েছেন। প্রমান করেছেন,আইন প্রয়োগই শেষ কথা। আইনের হাত অনেক লম্বা। মানবিক মূল্যবোধ ও আইনের সঠিক প্রয়োগই মানুষের উচ্চতা নির্ণয় করতে পারে। নারায়ণগঞ্জের বাঘা বাঘা আতঙ্কবাদীদের পাকড়াও করার সাহস দেখাতে পেরছেন এই ‘ছোটখাটো’ এই পুলিশ সুপার। সুপার পাওয়ারম্যানদের দম্ভও তিনিই চুরমার করে দিয়েছেন। মানুষ দেখছেন,কী অবলীলায় তিনি কতোকিছু করতে পারছেন? মীরজুমলা সড়ক থেকে ৪০ বছরের পুরনো জগদ্দল পাথর হয়ে থাকা অবৈধ দখলদারদের সরিয়েছেন। পুলিশ সুপার হারুন অর রশিদ ভাল ফুটবল খেলোয়াড়। তিনি আসলেই খেলোয়াড়! খেলায় ল্যাঙ মারার শৈল্পিক কৌশলটা সবাই ততোখানি আয়ত্ত করতে পারেন না,যতোখানি তিনি পারেন! ম্যারাডোনার সেই ঈশ্বরের গোল যাঁরা দেখেছেন তাঁরাই বলতে পারবেন,সেই গোলের কী মাহাত্ম্য!
সর্বশেষ,ডিবি কার্যালয়টি স্থানান্তর মানে শুধুমাত্র একটি কার্যালয় স্থানান্তর নয়! দুনিয়া’ বিচ্ছিন্ন একটি ‘গজবখানার’ বিলুপ্তির ইতিহাস! সেই ‘গজবখানা’র স্বাক্ষীরা হয়তো দিনে দিনে স্মৃতিচারণ করবেন কতো অজনা নির্মমতার ইতিহাস! খবরটি আগাম জানালেন,নারায়ণগঞ্জের জনবান্ধব ডিআইও-২ সাজ্জাদ রূমণ। এক অনলাইন প্রেসরিলিজে জানানো হয়েছে যে, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার কাযর্ক্রম আরও গতিশীল ও জবাবদিহিতা করার লক্ষে নতুন ডিবি অফিস শুভ উদ্বোধন করা হবে আগামীকাল ০৭.০৮.২০১৯ খ্রি: বেলা ১২:৩০ ঘটিকায়,পুলিশ সুপার কাযার্লয়,নারায়ণগঞ্জ এর ৪র্থ তলায়। শুভ উদ্বোধন এবং প্রেস ব্রিফিং করিবেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়। উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত থাকার জন্য আপনি বা আপনার প্রতিনিধি উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিষেরবাঁশি.কম/ডেস্ক/মৌ দাস.

Categories: খোলা বাতায়ন,নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.