শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

আমাদের সময় মোটামুটি শেষ: শামীম ওসমান

বিষেরবাঁশী ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, আমাদের সময় মোটামুটি শেষ৷ আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য ভাবতেছি৷ আমি এখানে রাজনীতি করতে আসি নাই৷ আমি আপনাদের ঘুম থেকে জাগিয়ে তুলতে এসেছি৷ শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া মোড়া এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন৷ তিনি আরও বলেন, রাস্তা ভাঙ্গা হলে আমার সমস্যা নাই৷ আমি তো ভাঙ্গা রাস্তা দিয়ে গাড়িতে চইড়া যামুগা৷ সমস্যা তো হইবো আপনার৷ এই সিস্টেমটা আর কতোদিন চলবে? কেন নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে? আপনাদের বিবেক নাই, বিবেচনা নাই? আপনারা আমার থেকে ভালো বোঝেন৷শামীম ওসমান বলেন, আমি কেন ভোট চাইবো? সমস্যা আমার নাকি আপনার? সমস্যা তো আপনার৷ আপনার ভালো জনপ্রতিনিধি প্রয়োজন৷ কারণ জনপ্রতিনিধি খারাপ হলে সমাজ নষ্ট হবে, এলাকায় উন্নয়ন হবে না৷ তাই আপনার যাচাই করে দেখতে হবে কোন জনপ্রতিনিধির আপনার প্রয়োজন৷

আমি যদি ভালো হই তাহলে আমার পক্ষে কাজ করবেন৷ আর ভালো না হলে আমার বিপক্ষে কাজ করবেন৷সংসদ সদস্য আরও বলেন,আমি ঈমান কিনবোও না, বেচবোও না৷ ইলেকশনে ফেল করলে বাড়িতে যামুগা৷ কি আর করবে বেশি হলে মেরেই ফেলবে৷ মরতে তো একদিন হবেই৷ উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আদালতের পিপি ও আওয়ামীলীগ নেতা এড. ওয়াজেদ আলী খোকন, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক মতিন প্রধান, নাসিক প্যানেল মেয়র-২ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ৷

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.