শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ক্ষমতাসীন জোটের সঙ্গে মিলে নির্বাচন করা অসম্ভব কিছু নয়: মাহী বি চৌধুরী

বিষেরবাঁশী ডেস্ক: বিকল্পধারার নেতা মাহী বি চৌধুরী বলেছেন, ‘ক্ষমতাসীন জোটের সঙ্গে মিলে নির্বাচন করা অসম্ভব কিছু নয়। আজ এটুকুই বল‌ছি। আনুষ্ঠা‌নিকতার আগে এর চেয়ে বে‌শি খু‌লে বলা যা‌বে না।’

মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন বিকল্পধারার মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) মান্নান ও বিকল্পধারার নেতা মাহী বি চৌধুরী।

মাহী বি চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা হলো, কথা হলো। খুব শিগগিরই আনুষ্ঠা‌নিক আলোচনা শুরু হবে। যুক্তফ্রন্ট এবং ১৪ দলীয় জোট কিভাবে সব কিছুর সমন্বয় করবে, তা নিয়ে আনুষ্ঠা‌নিক আলোচনা হবে। তারই প্র‌ক্রিয়া আজ‌ থে‌কে শুরু হলো।’

ওবায়দুল কা‌দে‌রের সঙ্গে বৈঠক প্রস‌ঙ্গে বিকল্পধারার এই নেতা ব‌লেন, ‘বিগত বেশ ক‌য়েক‌ দিন ধ‌রে আমা‌দের দ‌লের মহাস‌চিব আব্দুল মান্নান এবং ওবায়দুল কা‌দের কথা বলছেন। তারই অগ্রগতি নিয়ে আজ আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে যে শ‌ক্তি ষড়যন্ত্র ক‌রছে, তাদের মোকাবেলায় কীভাবে দেশপ্রে‌মিক শক্তিগুলোকে একত্রিত করে এক‌টি সুন্দর ও অংশগ্রহণমূলক এবং বাংলাদেশের মানুষের বিজয় অর্জিত হয়, তা সহ সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা করেছি।’

বিএনপি, ঐক্যফ্রন্ট ছেড়ে সবশেষে এখানে। কেন আওয়ামী লীগের জোটে আসতে চাইছেন— এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘বিকল্পধারা জ‌ন্মের পর থে‌কে না আ‌ওয়ামী লী‌গ, না বিএনপির বিরু‌দ্ধে রাজনী‌তি করেছে। আমরা বাংলা‌দে‌শের প‌ক্ষে রাজনী‌তি ক‌রে‌ছি। বিএন‌পির সঙ্গে ব‌সেছিলাম, আলোচনা করেছি, খোলা মনে। আমরা আশা ক‌রে‌ছিলাম, জিয়াউর রহমা‌নের দল হি‌সে‌বে তারা জামায়াত‌কে ছু‌ড়ে ফে‌লবে। কিন্তু, তা‌দের আত্মা এক হয়ে গেছে, এটা যেমন তা‌দের জন্য, বাংলা‌দে‌শের জন্যও দুঃখজনক। ফলে আমরা আর তাদের সঙ্গে থাকার যৌক্তিকতা পাইনি।’

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.