শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

অবশ্যই আমরা চাই নারায়ণগঞ্জে নৌকা দেয়া হোক: আইভী

বিষেরবাঁশী ডেস্ক: নাসিক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘অবশ্যই আমরা নারায়ণগঞ্জে আমরা চাই নৌকা দেওয়া হোক। কেবল নারায়ণগঞ্জ-৫ নয়, সব আসনেই নৌকা দেয়া হোক। তারপরেও নেত্রী যাকেই দিবেন আমাদের তাকেই মেনে নিতে হবে এই কথাটি আপনারা মাথায় রাখবেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে যিনি প্রধানমন্ত্রী ভবিষ্যতে যদি তিনি প্রধানমন্ত্রী না হতে পারেন তাহলে কিন্তু যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগের সকলেরই কিন্তু কাজ করা খুব কঠিন হয়ে যাবে।

১৯৭৫’র পরে যেই বিভীষিকাময় পরিস্থিতি ছিল সমগ্র বাংলাদেশে কিন্তু আবারও সেই পরিস্থিতি সৃষ্টি হবে। তাই আপনাদের কথাবার্তা, কাজকর্মে সব কিছুতেই কিন্তু নির্ভর করে মানুষ কিভাবে আপনাদের ভোট দিবে সেটা চিন্তা করা। আমাদের সকলেই উচিত সেদিকে দৃষ্টি রাখা সুতরাং সকলের শুভ কামনা করে এবং আগামী নির্বাচনে আমরা আনন্দমুখর পরিবেশে ভোট দিব পাশাপাশি বসে নির্বাচন করবো। নৌকা দিবে অবশ্যই নৌকা দিবে এই আশা করি।’
রবিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় দুই নম্বর রেল গেইট সংলগ্ন আওয়ামীলীগের কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকলেই জানি যুবলীগ কে প্রতিষ্ঠা করেছিল। আজকের এই দিনে শেখ ফজলুল করিম মনি ভাইয়ের কথা স্মরণ করছি। আপনারা সকলেই জানেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন নির্মমভাবে মনি ভাইকে এবং তার অন্তঃসত্বা স্ত্রী আরজু মনিকেও হত্যা করা হয়। এই বিভীষিকাময় দিনের শোককে শক্তিতে পরিণত করে যুবলীগ আজকে ৪৬ বছর যাবত এগিয়ে যাচ্ছে। অতন্দ্রপ্রহরীর মতো বাংলাদেশ আওয়ামীলীগের সকল কর্মকান্ডে অংশগ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও যুবলীগ এই কাজটিই করে যাবে।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মেয়র আইভী বলেন, ‘সামনে নির্বাচন তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ আপনারা সব কিছুতেই যেখানেই বসেন না কেন একটি চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক আচার-বিচার, বিবাহ বার্ষিকী যেকোন অনুষ্ঠানে আপনারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মকান্ডগুলো সকলের সামনে তুলে ধরবেন। আপনারা নিজেও চেষ্টা করবেন আদর্শবান রাজনীতিবিদ হওয়ার জন্য। সব ধরনের দ্বন্দাত্মক, হিংসাত্মক ধরণের কর্মকান্ড পরিহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্মসূচি গ্রহন করা হয়েছে সেগুলো আপনার বলে যাবেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদির, আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য কামাল মৃধা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য বিষয়ক সম্পাদক খালিদ হাসান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল প্রমুখ।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: নারায়ণগঞ্জের খবর,রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.