শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

কারাগারে খালেদা জিয়া

বিষেরবাঁশী ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়া হয়েছে। নাইকো দুর্নীতি মামলার বিচারের জন্য বেগম জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারাগার ভবনে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার বিচার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে কালো রংয়ের একটি গাড়িতে করে কারাগারের নেওয়া হয়। এ সময় গাড়ির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিল।

এদিকে সকাল ১০টার পর থেকে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সীমিত করা হয়। হাসপাতালের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

একইভাবে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কারাগারের আশপাশের সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আইন-আদালত

Leave A Reply

Your email address will not be published.