শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ৪ বিভাগ

বিষেরবাঁশী ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীন নতুন চারটি বিভাগ চালু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) এস.এম. হাফিজুর রহমান জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি সাপেক্ষে দর্শন বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর জানান, নতুন চারটি বিভাগ যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ২৩টি বিভাগের অধীনে ১১০৫ জন শিক্ষার্থীর আবেদন ৫ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে।

উলে­খ্য, আগামী ১১-১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে জানা যাবে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: শিক্ষা

Leave A Reply

Your email address will not be published.