বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

ফয়সাল হাবিব সানি’র প্রেমের শ্রেষ্ঠ কবিতা `বৃক্ষমানবী’

বিশেরবাশী ডেস্ক: অামি বৃক্ষের মতো ঠায় দাঁড়িয়ে ছিলাম। তুমি অাসবে বলে অামি মানুষ থেকে বৃক্ষ হয়েছি; তোমাকে দেখবার সুতীক্ষ্ণ সুতীব্র ব্যথায় অামার চোখ অন্ধ হয়েছে! তবু কী ভীষণ কী দারুণ নিদারুণ অামি তোমাকে দেখি- তোমার ছায়া মাড়িয়ে কোথাও যেতে পারব না বলেই তো অামি বৃক্ষ হয়ে স্থির হয়ে সোজা মাথা তুলে কী সাংঘাতিক দাঁড়িয়ে অাছি!

দেখো অামার ডালপালা হয়েছে; অার অামার প্রেমপূজারী শেকড় দুঃখবতী মৃত্তিকাকে ফুঁড়ে পৌঁছে গেছে ঠিক বেদনার কাছে!
তুমি সেদিন যেন কার হাত ছুঁলে, ছায়া পেতে দাঁড়ালে অামার তলে; কিন্তু তুমি জানলেও না তোমার প্রত্যাখ্যাত প্রেমিক অাজ বৃক্ষ হয়েছে- তোমার স্পর্শ পেতে সে কীরকম চিরমৃন্ময়ী বৃক্ষ হয়ে উঠতে পারে!

তুমিও অাজ মানুষ নও, বৃক্ষ হয়ে গেছো! দেখো, তোমারও ডালপালা গজিয়েছে, তোমার শেকড়ও পৌঁছে গেছে অামার প্রত্যাখ্যাত হৃদপৃষ্ঠের সুগভীর অভ্যন্তরে! সময়ের ব্যবধানে অাজ অামরা উভয়েই বৃক্ষ হয়ে উঠেছি! সেই থেকেই শতাব্দীব্যাপী তুমি বৃক্ষবতী এক মৃন্ময়ী বৃক্ষমানবী!

ফয়সাল হাবিব সানি
তরুণ কবি ও সাংবাদিক, বাংলাদেশ।
`অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’- তে প্রকাশিত চারটি কবিতাগ্রন্থের রচয়িতা।
স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ।
ই-মেইলঃ habibsany728@gmail.com
ফেইসবুক সার্চঃ Foysal Habib Sany
গুগল সার্চঃ ফয়সাল হাবিব সানি
ইউটিউব সার্চঃ ফয়সাল হাবিব সানি

বিশেরবাশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: নারায়ণগঞ্জের খবর,সাহিত্য

Leave A Reply

Your email address will not be published.