মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

স্বাস্থ্য ও সরকারী কেনাকাটায় ৪ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

  • অনলাইন ডেস্ক

স্বাস্থ্য খাত ও সরকারী কেনাকাটায় দুটি আলাদা প্রকল্পে বাংলাদেশকে ৫৭০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে দাতা সংস্থা বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৫৯৬ কোটি ৪৮ লাখ টাকা।

শনিবার (২৯ জুলাই) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয় বলেও জানায় ভারতের গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড।

প্রকল্প দুটির অধিকাংশ টাকা ব্যয় হবে চট্টগ্রাম ও সিলেটের জনসাধারণের স্বাস্থ্য ও পুষ্টির জন্য, বাকি টাকা ব্যয় হবে সরকারী কেনাকাটায়।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সিলেট ও চট্টগ্রাম বিভাগে প্রায় ১ লাখ ৪৬ হাজার মায়ের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। পাশাপাশি প্রায় ৫০ লাখ শিশুকে মৌলিক টিকা প্রদান করা হবে। অপরদিকে ‘ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট’ প্রকল্পে বাকি ৫ দশমিক ৫ কোটি ডলার অর্থ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

প্রতিবছর সরকারি কেনাকাটায় প্রায় ৭ বিলিয়ন ডলার ব্যয় করে বাংলাদেশ সরকার। প্রকল্পটির বাস্তবায়ন হলে এসব কেনাকাটায় আরও স্বচ্ছতা চলে আসবে। এছাড়া সরকারি কেনাকাটার প্রায় ৮০ শতাংশ দরপত্র ই-জিপির আওতায় আসবে।

বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান জানান, বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান বলেন, ‘স্বাস্থ্য খাত এবং সরকারি কেনাকাটার মান উন্নয়ন প্রকল্প দুটি বাস্তবায়নে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার একসঙ্গে কাজ করবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে প্রকল্প দুটি সহায়তা করবে।’

তিনি আরো জানান, এই দুটি প্রকল্পের মাধ্যমে পুরো জাতিউপকৃত হবে এবং বাংলাদেশকে একটি উচ্চ মধ্য আয়ের দেশ হয়ে উঠতে সহায়তা করবে।

 

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: অর্থনীতি

Leave A Reply

Your email address will not be published.