মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

‘রাজনীতি এখন গরিবের ভাউজ’

অনলাইন ডেস্ক: রাজনীতি এখন সবার ভাউজ হয়ে গেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘গরিবের বউ নাকি সবারই ভাউজ। ভাইয়ের বউকে ভাবি বলে। রাজনীতি সাবজেক্ট হয়ে গেছে ভাউজের মতো। এখানে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়ে।’

‘‘আমি যদি বলি ফিজিক্সের টিচার হবো তাহলে হাসির পাত্র হওয়া ছাড়া কিছুই হবো না। কিন্তু রাজনীতি গরিবের ভাউজ। গ্রামে গরিবের বউকে সবাই ভাবী বলে।’’

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের ভাষণে এমন মন্তব্য করেন।

এ সময় রাষ্ট্রপতি আরো বলেন, ‘ঠিক একইভাবে ডাক্তার-ইঞ্জিনিয়ার সবাই রাজনীতি করে। ভিসি স্যারও অবসরের পর রাজনীতি করবে। সরকারি সচিব, প্রিন্সিপাল সেক্রিটারি, কেবিনেট সেক্রেটারি, অবসরের পর সবাই বলে রাজনীতি করি।’

শিক্ষার্থীদের চাকরি শেষে রাজনীতিতে না এসে, কলেজ জীবন থেকেই রাজনীতিতে প্রবেশের আহ্বান জানিয়ে তিনি বলেন: ‘চাকরি করে কেউ ৫৯ বছর ৬০ বছর যা করার করে ফেলেছে। এরপর এসে বলে রাজনীতি করবো। চাকরি না করে সরাসরি রাজনীতিতেই ঢুকে পড়েন। ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং না হয়ে পাস করে সরাসরি রাজনীতিতে আসেন। বিসিএস পাস করে রাজনীতিতে আসেন।’

‘‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিআইজি, আইজিরাও রাজনীতি করে। যে পুলিশ তোমার বাহিনী দিয়ে আমাকে কতো বারি দিয়েছো, সেই তুমি আবার আমার সাথে আসছো রাজনীতি করতে। আর শিল্পতি ব্যবসায়ীরাতো আছেই। যারা রাজনীতি করছে তাদের কলেজ থেকেই আসতে হবে।’’

তিনি যোগ করে বলেন, ‘‘আমি সরকারিদল বিরোধীদল সবাইকে বলছি, যারা ছোট থেকে রাজনীতি করে আসছে শুধু তারাই ধাকুক। এক্সপার্টদের দরকার আছে তারা বিশেষজ্ঞ হিসেবেই আসুক। কিন্তু তারা সরাসরি এসে এমপি-মন্ত্রী হয়ে যায়। এটা যেনো কেমন লাগে। যার জন্য আমাদের দেশে রাজনীতির গুণগত পরিবর্ত হচ্ছে না।’’

এ ক্ষেত্রে ঢাকা কিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘নেতৃত্ব ছাত্র সমাজ থেকেই গড়ে উঠতে হবে। এরই বাইরে যে ধারা চলছে তা থামাতে হবে। সমস্ত ছাত্র সমাজকে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করতে হবে।’

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.