মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৮টায়

বিশেরবাঁশী ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন জানিয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডিএসসিসি মেয়র বলেন, চাঁদ দেখা সাপেক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। কম-বেশি এক লাখ মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে জানিয়ে সাঈদ খোকন বলেন, কম-বেশি পাঁচ হাজার নারী মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

মেয়র জানান, ঈদগাহে অজুর সুব্যবস্থা থাকবে। পানযোগ্য পানিসহ থাকবে পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা। ঈদগাহে মুসল্লিদের জরুরি স্বাস্থ্য সেবাদানে মেডিকেল টিম প্রস্তুত থাকবে। সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেনারেটর স্ট্যান্ডবাই থাকবে। এ ছাড়া ঈদগাহে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকবে। এ জন্য র‌্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটলে পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে।

সাঈদ খোকন আরো বলেন, যদি আবহাওয়ার কারণে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাত চলাকালীন আবহাওয়ার কারণে বজ্রপাত ঠেকাতে ঈদগাহে বজ্র প্রতিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: লাইফস্টাইল,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.