মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রাভোর অবসর

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন জনসন (ডিজে) ব্রাভো। আজ বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যেমে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।

ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার অবসরের ঘোষণায় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ থেকে আজ আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি। ১৪ বছর আগে ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যাত্রা শুরু করেছিলাম। আমার এখনো মনে আছে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের সবুজ গালিচায় ক্যারিবীয় দলের মেরুন ক্যাপ পেয়েছিলাম। তখন যে উদ্দীপনা কাজ করছিলো সেটা আমি আমার পুরো ক্যারিয়ারজুড়েই ধরে রেখেছি।’

ডিজে ব্রাভো আরও বলেন, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মেরুন রঙের টুপি পাওয়ার পর খেলাটির প্রতি টান আগের মতোই আছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যত দিন সম্ভব খেলে যেতে হবে। তাই এর আগে সবাই যা করেছে সেটাই করতে চাই—পরবর্তী প্রজন্মের জন্য আন্তর্জাতিক ময়দান ছেড়ে দেওয়া।’

২০০৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে উঠেছিল ব্রাভোর। টেস্ট খেলেছেন ৪০টি। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তার নামটা পাকাপাকিভাবে গেঁথে যায়। ক্যারিবীয় দলের হয়ে খেলেছেন ১৬৪ ওয়ানডে আর ৬৬ টি-টোয়েন্টি ম্যাচ।

৪০ টেস্টের ক্যারিয়ারে তিন সেঞ্চুরিতে ২২০০ রান করেছেন ব্রাভো, সাথে রয়েছে ৮৬টি উইকেট। ওয়ানডেতে তার ঝুলিতে রয়েছে ২৯৬৮ রান এবং ১৯৯টি উইকেট। আর ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ১১৪২ রানের পাশাপাশি ৫২টি উইকেট নিয়েছেন ব্রাভো।

সর্বশেষ দুবছর আগে অর্থ্যাৎ, ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে তাকে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। টি-টোয়েন্টি ক্রিকেটের ঝোঁক বেশি থাকায় দেশ-বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জাতীয় দলের ডাক উপেক্ষা করেছেন এই অলরাউন্ডার।

ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছেন ব্রাভো। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা নিয়ে ঝামেলা করে বোর্ডের সঙ্গে বিবাদ না মিটিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন ‘চ্যাম্পিয়ন’ খ্যাত এই ক্রিকেটার।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.