শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

বিষেরবাঁশী ডেস্ক: শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়া রোধ করতে দেশজুড়ে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। রোববার সে দেশের প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জরুরি অবস্থা প্রত্যাহারের এ ঘোষণা দিয়েছেন।

নিজের টুইটার ফিডে সিরিসেনা বলেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনার পর শনিবার মধ্যরাত থেকে আমি জরুরি অবস্থা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছি। এরআগে ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনার পর গত ৬ মার্চ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট সিরিসেনা।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই দাঙ্গায় দুজন নিহত এবং মুসলিম মালিকানাধীন শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও বেশকিছু মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। কট্টরপন্থি বৌদ্ধ গোষ্ঠীগুলোর বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরজুড়েই এই দুই সম্প্রদায়ের মধ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.