শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

হোলি উৎসবে কলেজছাত্র হত্যায় গ্রেফতার ৫

বিষেরবাঁশী ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় হোলি উৎসবে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজছাত্র রওনক হোসেন রনি খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। এছাড়া হত্যার সময় ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

সোমবার দিবাগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে ডিএমপির পক্ষ থেকে মোবাইলে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়। তবে বার্তায় আটকদের নামপরিচয় জানানো হয়নি। তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করা হবে বলে ওই খুদেবার্তায় জানানো হয়েছে।

গত ১ মার্চ পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় হোলি উৎসবে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন নিউ পল্টন লাইফ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রওনক হোসেন রনি।

রনির বন্ধু মাসুম হোসেন জানিয়েছিলেন, সেদিন বেলা একটার দিকে তারা হোলি উৎসবে যোগ দিয়েছিলেন। ওই সময় ১০/১৫ জন যুবককে রনিকে এলোপাতাড়িভাবে মারতে ও ছুরিকাঘাত করতে দেখেন তারা। পরে তারা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রনিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: অপরাধ ও দুর্নীতি

Leave A Reply

Your email address will not be published.