শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

সিরিয়ায় গণহত্যা বন্ধের দাবিতে না.গঞ্জে কফিন সমাবেশ

বিষেরবাঁশী ডেস্ক: সিরিয়ায় গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সোমবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রতীকী কফিন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, সিরিয়াকে সামনে নিয়ে যে খেলা শুরু করেছে সে খেলা থেকে সহসাই সিরিয়ার জণগণের বাঁচার কোন উপায় নাই। আসাদ সরকার যদি পরাজিত হয় সেখানের পরিস্থিতি ভয়ানক হবে। আইএস যদি বিজয়ী হয় তাহলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের সিরিয়ার মানুষের কথা ভাবতে হবে।

 

রফিউর রাব্বি আরো বলেন, আমরা সিরিযার মানুষের পক্ষে, মানুষকে জিম্মি করে সম্পদ লুণ্ঠনে এই সাম্রাজ্যবাদী কৌশলের প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এর বিরুদ্ধে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। বিশ্বের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার ন্যায়সংগত লড়াই সেটার সাথে একাত্বতা ঘোষণা করি। লড়াইটি জয়ী হোক, সাম্রাজ্যবাদ পরাজিত হোক।

বিষেরবাঁশী.কম/ সংবাদদাতা/ হীরা

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.