শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ভোগলিক কারণে বাংলাদেশের মেয়েরা দ্রুত বড় হয়ে যায় : বাবলী এমপি

বিষেরবাঁশী ডেস্ক: ‘আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশের জন্য জমিতে চাষাবাদ করলে অতি সহজে যেমন ফসল হয়, ঠিক তেমনি ভোগলিক কারণে বাংলাদেশের মেয়েরা দ্রুত বড় হয়ে যায়। এ কারণে তাদের দ্রুত বিয়ে দিয়ে দেয়া হয়। আমি বলবো শুধু শরীরের দিক দিয়ে বড় হলেই বিয়ে দেয়া ঠিক হবে না, মনের দিক থেকেও বড় হতে হবে।’

রোববার (৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ রাইফেলস্ ক্লাবের সামনে অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী।
তিনি বলেন, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন বাংলাদেশের জনসংখ্যা সাড়ে ৭ কোটি ছিলো, এখন বেড়ে হয়েছে প্রায় ১৭ কোটি। কিন্তু আমাদের আয়তনটা আগের মতোই রয়েছে। অথচ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষি, অর্থনীতি, শিল্প-বাণিজ্য এগিয়ে গেছে। তাই আমরা ভালো ভাবে খেয়ে পরে বেঁচে আছি।

হোসনে আরা বাবলী আরো বলেন, আমরা অনেকেই সন্তান পরিকল্পিতভাবে নিয়েছি। কিন্তু মাদক জঙ্গিবাদ কিংবা বিদেশী সংস্কৃতির কারণে বিপদগামী হচ্ছে। তাই সন্তানদের প্রতিও লক্ষ রাখতে হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে ২ দিন ব্যাপি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ সিভিল সার্জন এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বসির উদ্দিন আহম্মেদ।
সিভিল সার্জন এহসানুল হক বলেন, পরিবার পরিকল্পনার আগে স্লোগান ছিলো ‘স্বামী স্ত্রী দুই জন, সন্তান হবে দুই জন’, এখন স্লোগান ‘দুই টির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’। ফলে আমরা জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন শহরের মানুষ অনেক সচেতন হয়েছে, তাই প্রান্তিক এলাকা ও গার্মেন্টস সেক্টরের দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া বলেন, যোগ্য সন্তান একজন হলেই ভালো। অনেক সন্তান হলো কিন্তু সু-মানুষ হলোনা, তা মঙ্গলজনক নয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুর নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার রায়।

এবারের পরিবার পরিকল্পনা মেলা ২০১৮ এর স্লোগান ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’। মেলায় পরিবার পরিকল্পনার বিভাগের উদ্যোগে ২০টি স্টল রয়েছে।

বিষেরবাঁশী.কম/ সংবাদদাতা/ হীরা

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.