শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

কল না কেটে অন্য বন্ধুকে যোগ করা যাবে মেসেঞ্জারে

বিষেরবাঁশী ডেস্ক: ফেইসবুক মেসেঞ্জারে অডিও এবং ভিডিও কলে নতুন ফিচার যোগ হয়েছে। এই ফিচারের মাধ্যমে কল চালু অবস্থায়ই অন্য কলারকে যোগ করে নেওয়া যাবে। এর আগে গ্রাহক কোনো একটি কলে থাকাকালীন অন্য কোনো গ্রাহক কল করলে তাকে ওই কলে সংযুক্ত করা যেত না। কলটি কেটে অন্য গ্রাহককে কল করতে হতো। আর গ্রুপ কল করতে হলে ভিন্ন গ্রুপ খুলে সেখান থেকে কল করতে হতো। মেসেঞ্জারের নতুন ফিচারের কারণে কলে থাকাকালীন সেটি না কেটেই অন্য কলারকে সংযুক্ত করতে পারবেন গ্রাহক।
কলের মধ্যে থাকাকালীন পর্দা থেকে ‘অ্যাড পার্সন’ অপশন থেকে অন্য গ্রাহককে কলে সংযুক্ত করা যাবে। কল শেষ হলে ওই কলের গ্রাহকদের নিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি গ্রুপ তৈরি হবে। সেখান থেকে পরে গ্রুপ চ্যাটও করতে পারবেন গ্রাহক।
ভিডিও কলে ছয়জন পর্যন্ত যুক্ত করতে পারবেন, অডিও কলের ক্ষেত্রে ৫০ জন পর্যন্ত যোগ করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই সংস্করণেই নতুন ফিচারটি এনেছে ফেইসবুক।
সূত্র : প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: বিজ্ঞান ও প্রযুক্তি

Leave A Reply

Your email address will not be published.