শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন সু চি

বিষেরবাঁশী ডেস্ক: মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি জানিয়েছেন, মিয়ানমারে নিপীড়ন থেকে রক্ষায় রোহিঙ্গাদের পাশে না দাঁড়ানোর কারণে অং সান সু চি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন। লির মতে, অপরাধ সংঘটনে সহযোগিতা বা তা রোধে কিছু না করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা যায়। যুক্তরাজ্যের সম্প্রচার মাধ্যম চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াংহি লি এ কথা বলেছেন।

ইয়াংহি লি আরও বলেন, গণহত্যা নিরূপণে আইনিভাবে নির্ভূল হতে হবে এবং এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। তাই আমি শুধু এটুকু বলতে পারি, সেখানে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে। রাখাইনে যে কয়জন রোহিঙ্গা নিহতের খবর প্রকাশ হয়েছে তার চেয়ে এই সংখ্যা অনেক বেশি বলে মনে করেন ইয়াংহি লি।

তিনি বলেন, সেখানে আরও গণকবর পাওয়া যাবে। রাখাইনে যত সংখ্যক রোহিঙ্গার মৃত্যুর কথা বলা হচ্ছে সত্যিকার সংখ্যা অনেক বেশি হতে পারে জানিয়ে লি বলেন, আমি যা জানতে পেরেছি তাহলো এখন অথবা পরে আরও গণকবরের সন্ধান পাওয়া যাবে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.