বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

রোনালদোর গোলে নতুন ইতিহাস

বিষেরবাঁশী ডেস্ক: প্রথম ফুটবলার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগে একক কোনো ক্লাবের হয়ে একশ গোল করার কীর্তি গড়েছেন। পাশাপাশি টানা সাত মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে ১০ কিংবা এর বেশি গোল করলেন। প্রতিযোগিতার ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের দুইবারের বেশি এই কীর্তি নেই।

প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে গোল করে ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড বুক ওপেন করলেন রিয়াল মাদ্রিদের এ সুপারস্টার।

বুধবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইয়কে আতিথীয়তা দেয় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ৩৩ মিনিটে পিএসজির হয়ে গোল করে শুরুতেই স্বাগতিকদের পিছিয়ে দেন আদ্রিয়ান র‍্যাবিওট। প্রথমার্ধের শেষ মুহূর্তে লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরান রোনালদো। পেনাল্টি থেকে গোল করে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হয়ে শততম গোলটি করেন রোনালদো।

বামপাশ থেকে টনি ক্রস বল নিয়ে পিএসজির ডি বক্সের ভিতরে ঢুকছিলেন। তাকে বাঁধা দেন লো কেসলো। রেফারি বাঁশি বাজাতে ভুল করেননি। গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেননি গোলমেশিন খ্যাত রোনালদো।

মাইলফলক ছোঁয়া ম্যাচটি রোনালদো রঙিন করে দেন দ্বিতীয়ার্ধে। সমতায় থাকা ম্যাচের ৮৩ মিনিটে গোল করেন পর্তুগিজ এ তারকা। ম্যাচে দ্বিতীয় গোল করে রিয়ালদকে এনে দেন লিড। এরপর মার্সেলোর গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল সংখ্যা ১১৬টি। রিয়ালের হয়ে করেছেন ১০১টি। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেছেন ১৫টি। ৩৩ বছর বয়সি রোনালদো বরাবরই চ্যাম্পিয়নস লিগে দারুণ ফুটবল উপহার দিয়ে আসছেন। চারবার জিতেছেন সেরার মুকুট। একমাত্র ফুটবলার হিসেবে তিনটি ফাইনালে করেছেন গোল।

রোনালদোর একক এ ক্লাবে কিছুদিনের মধ্যে প্রবেশ করতে পারেন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি গোল করেছেন ৯৭টি। ২০ ফেব্রুয়ারি চেলসির বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। আর্জেন্টাইন যাদুকর সেদিনই রোনালদোর ক্লাবে প্রবেশ করতে পারেন কিনা সেটাই দেখার। এজন্য প্রয়োজন দুর্দান্ত এক হ্যাটট্রিক। ফর্মে থাকা লিওনেল মেসি পারবেন এমনটাই বিশ্বাস মেসিভক্তদের।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.