মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

প্রথম বিভাগের কাছাকাছি ক্রিয়েটিভ স্পোর্টিং

স্পোর্টিস রিপোর্টার: চতুর্থ রাউন্ডের দ্বিতীয় খেলা। ক্রিয়েটিভ স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে হারিয়েছে একটিভ ক্রিকেট একাডেমীকে। ৪ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তারা লীগের শীর্ষে। লীগের খেলা বাকি ৪টি। শিরোপা কার ঘরে উঠে এটা যেমন অনিশ্চিত। বিপরীতে রেলিগেশনের খড়গ প্রায় নিশ্চিত তৌফিক সাত্তারের। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের এ ম্যাচে একটিভের অধিনায়ক টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩৭.৩ ওভারে ১৭৫ রানে একটিভের সবাই আউট। রাসেল ৪৪, ইমু ৩৯, পিয়াস ৩৪ রারে সাথে অতিরিক্ত ৩৫ রান যোগ হয়। আসাদুজ্জামান ১৯ রানে ৩টি,প্রান্ত ১৮ রানে ২টি এবং পাভেল ২২ রানে ২টি উইকেট পান। জবাব দিতে গিয়ে ক্রিয়েটিভ সাব্বিরের ব্যাটে উতরে যায়। ৬ নম্বরে নেমে সাব্বির ৭ ছক্কা আর ৪ বাউন্ডারিতে ৭১ রান করেন। পাভেল ২৪, আসাদুজ্জামান ১৭,প্রান্ত ১৬ রানের পর আবির করেন ১৪ রান। দলের বিজয়ে এদের সম্মিলিত প্রয়াস ছিল দেখার মত। একটিভের হৃদয় ১৯ রানে ৩টি এবং সোহেল ২৬ রানে ২টি উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোরঃ একটিভ ক্রিকেট একাডেমী: ৩৭.৩ ওভার (১৭৫/১০) রাসেল-৪৪,ইমু-৩৯,পিয়াস-৩৪। অতিরিক্ত-৩৫। আসাদুজ্জামান- ৩/১৯,প্রান্ত-২/১৮,পাভেল-২/২২।
ক্রিয়েটিভ স্পোর্টিং ক্লাব : ৩২.৫ ওভার (১৭৮/৭) সাব্বির-৭১,পাভেল-২৪,আবির-১৪। অতিরিক্ত-১৮। হৃদয়-৩/১৯,সোহেল-২/২৬।

 

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.