বুধবার ৪ বৈশাখ, ১৪৩১ ১৭ এপ্রিল, ২০২৪ বুধবার

দুই বিশ্বরেকর্ডে শুরু ভারত অধিনায়কের বিশ্বকাপ

 

  • অনলাইন ডেস্ক

 

মেয়েদের ক্রিকেটে টানা ফিফটি ও সর্বোচ্চ ফিফটির বিশ্বরেকর্ডটি এখন মিতালি রাজের। বয়সটা ৩৪ পেরিয়ে গেছে। কিন্তু সেটি কোনভাবেই অন্তরায় হয়ে দাঁড়াতে পারছে না রান মেশিন মিতালির সামনে। ভারত অধিনায়ক ব্যাটে রানবন্যার ধারা বজায় রেখে শনিবার নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই গড়ে ফেললেন ফিফটির দুটি বিশ্বরেকর্ড।

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে নেমেছে ভারতের মেয়েরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২৮১ রান করেছে ভারত। পুনম রাউত (৮৬) ও স্মৃতি মান্দানার (৯০) উদ্বোধনী জুটিতে ১৪৪ রানের পর যাতে অবদান মিতালির ৭১!

সেটিই মিতালিকে বসিয়ে দিয়েছে ফিফটির দুটি বিশ্বরেকর্ডের পাশে। নারী ক্রিকেটে টানা ৭টি ইনিংসে হাফসেঞ্চুরি করার একমাত্র কীর্তি এখন ভারত অধিনায়কের। একই ফিফটি দিয়ে মেয়েদের ক্রিকেটের সর্বোচ্চ হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। এটি মিতালির ৪৭তম ওয়ানডে ফিফটি।

মিতালি এদিন ক্যারিয়ারের ১৭৮তম ওয়ানডে ম্যাচে নেমেছেন। এই ফরম্যাটে মেয়েদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৫৮২) তিনি। যাতে অপরাজিত ১১৪ রানের সঙ্গে আছে ৫টি সেঞ্চুরি, গড় ৫২.০৮!

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.