শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

‘আইভীর পাশে ছিলাম, আছি, থাকবো’

বিষেরবাঁশী ডেস্ক: দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান বলেছেন, একজন মানুষ, একজন ব্যক্তি, একজন নারী৷ তিনি (আইভী) কিভাবে সকল প্রতিকূলতা সত্ত্বেও, একটা যুদ্ধসম অবস্থার মধ্য থেকেও তিনি বিজয়ী হন, সফলতা অর্জন করেন! সেজন্য আইভীর প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন, সর্বাত্মক সহযোগিতা এবং তার পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। শনিবার নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত প্রথম আলো পাঠক সমাবেশ-২০১৮ অনুষ্ঠানে, ২০১১ সালের নাসিক নির্বাচনের উদ্ধৃতি টেনে নাসিক মেয়র ড. সেলিনা হায়াত আইভীর সাহসীকতার প্রশংসা করে তিনি এসব কথা বলেন।
মতিউর রহমান বলেন, পাশাপাশি তাঁর (আইভী) বিরোধী শক্তি যাদের কথা আপনারা বললেন৷ যারা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ তৈরি করছে, যাদের জন্য এখানে মানুষ ভয় পায়, ভীত থাকে৷ তাদের প্রতি আমরা খুব সচেতন, সজাগ এবং সতর্ক৷ তাদের যেকোন রকম কর্মকান্ডকে আমরা প্রকাশ করতে, বলতে, মানুষের সামনে প্রচার করতে, দেশের মানুষকে অবহিত করতে কখনো এক পা পেছাবো না৷ সবসময় আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো৷ যদি আমরা সত্য বলতে না পারি তাহলে প্রথম আলো পরিচালনা করার প্রয়োজন আমাদের নাই৷ এটা নারায়ণগঞ্জের ক্ষেত্রে যেমন সত্য, ঢাকা তথা সারা বাংলাদেশের ক্ষেত্রে সত্য৷
এ সময় তিনি আরও বলেন, আপনারা হয়তো জানেন, ফল উৎপাদন, মৎস্য উৎপাদন এসব ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু চার, পাঁচ, ছয়ের মধ্যে৷ এই অর্জনগুলি হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের পরিশ্রম, কষ্ট ও আত্মত্যাগের মধ্য দিয়ে৷ এতে অবশ্যই সামাজিক শক্তিগুলির ভূমিকা আছে, এনজিও’র ভূমিকা আছে৷ অবশ্যই সরকারের ভূমিকাও আছে৷ একের পর এক সরকার তাদের বিভিন্ন নীতি কার্যক্রম করার মধ্য দিয়ে কিন্তু এ সফলতাগুলি আমাদের মধ্যে এসেছে, আসছে৷ সেদিক থেকে বাংলাদেশের অগ্রগতির সম্ভাবনা আমরা দেখতে পাই৷ যেটাকে আমরা সমর্থন করি৷ এই সফলতা, অগ্রগতিকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই৷ পাশাপাশি এটাও আমরা লক্ষ্য করি যে, এই অগ্রগতি, সফলতা, তরুন, কিশোর, ছাত্র, নারী, পুরুষ সকলের সামনে এগিয়ে যাওয়ার যে উদ্যোগ, চেষ্টা তাকে পেছনে টেনে রাখার শক্তি সমানভাবে সক্রীয় আছে৷ সেটা নারায়ণগঞ্জের ক্ষেত্রেও সত্য৷ আমরা আপনাদের মেয়রের কথা স্মরণ করি৷
সর্বশেষ নির্বাচনের আগের নির্বাচনের ঘটনাকে আমরা স্মরণ করি, মনে রাখি৷ সকল প্রতিকূলতা সত্ত্বেও তিনি বিজয়ী হন৷ সেজন্য তার সাহসীকতার আমি প্রশংসা করি৷ নারায়ণগঞ্জ একটা বিশেষ জায়গায় আছে বলে এই কথাগুলি বলা হলো৷ কিন্তু পাশাপাশি যদি এই কথাও বলি, আপনারা নারায়ণগঞ্জবাসী, এটা কিন্তু সাহসের প্রমান৷ আপনারা সাহস করে আছেন বলেই কিন্তু আজকে নারায়ণগঞ্জ এরকম একটা জায়গায় পৌছেছে, যেখানে তার প্রতিবাদের জায়গা আছে, জমায়েতের জায়গা আছে৷ যেখানে সেলিনা হায়াত আইভীর মতো প্রার্থী বিজয়ী হয়৷ তিনি আপনাদেরকে নেতৃত্ব দিতে পারেন, আপনাদেরকে অগ্রসর করে নিতে পারেন৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাধারন সম্পাদক শরিফ উদ্দীন সবুজ, এড. এহসানুল কারিম চৌধুরী বাবুল, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দীক ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারী সংহতির সাধারন সম্পাদক পপি রানী সরকার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ধীমান সাহা জুয়েল, প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের সদস্যবৃন্দ ও সমাজের অন্যান্য সুশীল ব্যক্তিবর্গ৷

বিষেরবাঁশী ডেস্ক/ সংবাদদাতা/ হীরা

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.